কিভাবে বিকাশের মাধ্যমে অটোমেটেড পেমেন্ট করবেন ?

আমাদের নিজেস্য বিকাশ নাম্বারে অটোমেটেড পেমেন্ট করতে অর্ডার করার সময় পেমেন্ট মেথড “bKash” সিলেক্ট করুন অথবা ইনভয়েস থেকে পেমেন্ট মেথড “bKash” সিলেক্ট করে উল্লেখিত নির্দেশনা অনুসরন করে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট করুন।

পেমেন্ট করে TrxID দিয়ে “Pay Now” বাটনে ক্লিক করুন, আপনার ইনভয়েসটি পেইড হয়ে যাবে।

যে বিষয়গুলো খেয়াল রাখবেন :

  • ইনভয়েসে উল্লেখিত সঠিক এমাউন্ট পেমেন্ট করবেন কম বা বেশি নয়, দশমিক সংখ্যা থাকলে সেটাই পেমেন্ট করবেন। [ যেমন 500.5 টাকা থাকলে 500.5 টাকা পাঠাবেন, বিকাশ দশমিক সংখ্যা এলাউ করে]
  • ইনভয়েসে উল্লেখিত ইনভয়েসে নাম্বারটি রেফারেন্স হিসেবে ইউজ করবেন, বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করলেও রেফারেন্স ইউজ করতে হবে।
  • আমাদের বিকাশ নম্বরে শুধুমাত্র ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন।

আপনি দুইভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন:

বিকাশ অ্যাপ: আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হন তবে আপনার জন্য বিকাশ অ্যাপ ব্যবহারের সবচেয়ে ভালো উপায় হলো অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইন্সটল করে নেওয়া।

*247# ব্যবহার : আপনি যদি ফিচার ফোন ব্যবহারকারী হন কিংবা আপনার ফোন যদি বিকাশ অ্যাপ সাপোর্ট না করে তবে *247# ডায়াল করে  বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন।  

Was this article helpful?

Related Articles